আন্তর্জাতিক

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলা

এবিএনএ : আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের জার্মান কনস্যুলেটে হামলা হয়েছে। ট্রাক নিয়ে চালানো আত্মঘাতী এই বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এ হামলা চালানো হয়। বোমা হামলার আগে হামলাকারী গুলিও চালান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এতে ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।

এ মাসের শুরুর দিকে কুন্দুজ শহরে জোটের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিশোধের অংশ হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহরে ঘটে যাওয়া ওই ঘটনার তদন্ত করছে ন্যাটো। তালেবান জঙ্গিরা আফগান সৈন্যদের ঘিরে ফেলার পর সৈন্যরা বিমান বাহিনীর সাহায্য চেয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনায় ৩০ জন বেসামরিক লোক মারা গিয়েছিল; যাদের অনেকেই প্রাণ হারান বিমান হামলায়।

আফগানিস্তানের বাল্খ রাজ্যের মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান কনস্যুলেট কার্যালয়টি দেয়ালে ঘেরা।

দেশটিতে জার্মানির প্রায় ১ হাজার সৈন্য মোতায়েন রয়েছে; এর বেশিরভাগই রয়েছে বাল্খে।

Share this content:

Back to top button