
এবিএনএ : যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। নিহতদের ৪জন যাত্রী ও একজন পাইলট। গতকাল বৃহস্পতিবার প্রদেশটির বেথেল শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে। আলস্কা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে এ সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
এপি’র প্রতিবেদনে বলা হয়- আলাস্কা পুলিশ জানিয়েছে, যাত্রীবাহী ইয়োট বিমানটি বেথেল থেকে কিপনুক যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর টানটুটুলিয়াক শহরের ১২ মাইল দক্ষিণ-পশ্চিমে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আলাস্কা পুলিশ।
Share this content: