আন্তর্জাতিক

মিয়ানমারে পানি উৎসবে নিহত ১৪ আহত ১৫২

এবিএনএ : মিয়ানমারে পানি উৎসব চলাকালে তিন দিনের বিভিন্ন ঘটনায় ১৪ জনের প্রাণহানি এবং ১৫২ জন আহত হয়েছে। শনিবার এ ঘটনাগুলো ঘটেছে বলে দেশটির এক কর্মকর্তা সোমবার এ তথ্য জানান। দেশটির সংবাদপত্র মায়ানমা আলিন ডেইলি জানিয়েছে, মাতাল অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা, ধর্ষণ, চুরি ও দলবদ্ধভাবে মারামারিসহ ১৪৭টি ঘটনা সংঘটিত হয় সেখানে।

গেলো  বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত দেশটিতে ঐতিহ্যবাহী পানিউৎসব চলে।মিয়ানমারে গেলো  বছরের পানি উৎসবে মোট ৩৬ জনের প্রাণহানি এবং ৩১৬ জন আহত হয়।

Share this content:

Related Articles

Back to top button