বিনোদনলিড নিউজ

ক্রাচে ভর দিয়ে ম্যাডোনাও যোগ দিলেন বর্ণবাদবিরোধী আন্দোলনে

এবিএনএ : যুক্তরাষ্ট্রে ২৫ মে জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের পর থেকে চলছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। যুক্তরাষ্ট্রের সাবেক চার প্রেসিডেন্ট এ আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন। এছাড়াও সমর্থন জানিয়ে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন শোবিজ, সঙ্গীত, খেলাধুলা জগতের তারকারাও। এবার ক্রাচে ভর দেওয়া অবস্থায় লন্ডনে বর্ণবাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গেছে মার্কিন পপ সম্রাজ্ঞী ম্যাডোনাকেও। কালো পোশাক ক্রাচে ভর দিয়ে তিনি আন্দোলনে যোগ দেন।

গত অক্টোবরের পর থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন ৬১ বছর বয়সী ম্যাডোনা। কিন্তু সারা বিশ্বে চলা বর্ণবাদবিরোধী বিক্ষোভে ঘরে বসে থাকতে পারেননি তিনি।

গত ২৫ মে প্রতারণায় অভিযোগে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্য থেকে গ্রেফতার হওয়ার পর হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। বর্ণবাদবিরোধী আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে কানাডা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানসহ নানা দেশে।

Share this content:

Related Articles

Back to top button