,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

আটলান্টিক সিটিতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা

এবিএনএ : যুক্তরাষ্ট্রের  নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে  প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব ও অভিজ্ঞ পার্লামেন্টেরিয়ান সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ই  ফেব্রুয়ারি ,মঙ্গলবার রাতে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগ প্রবীন রাজনৈতিক ব্যক্তিত্ব সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুতে  শোক জ্ঞ্যাপনের উদ্দেশ্যে  এই শোক সভার আয়োজন করে। স্থানীয় গরমেট রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আহসান হাবীব।সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অভিজিত চৌধুরি লিটন এর সঞ্চালণায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি গোলাম হাফিজ,সহ সভাপতি আবদুল জামিল,সাংগঠনিক সম্পাদক শেখ শওকত শিমুল,সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, সাংগঠনিক সম্পাদক ফরহাদ সিদ্দিক,মহিলা সম্পাদিকা রওশনউদদীন,সদস্য সামসুল ইসলাম শাহজাহান,শহীদ খান,আবদুল কাইউম, মোঃ মাসুম,প্রমুখ।শোক সভার শুরুতে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা  পালন করা হয়।

শোক সভায় বক্তারা  বলেন, ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা এই নেতা সত্তরের প্রাদেশিক পরিষদে অন্যতম কনিষ্ঠ সদস্য, স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই তিনি নির্বাচিত হয়েছেন।তিনি ছিলেন খাঁটি দেশপ্রেমিক।১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তিনি বীরের মতো লড়াই করে দেশকে শত্রু মুক্ত করার ক্ষেএে বীরত্বপূর্ণ  অবদান রেখেছিলেন,তাঁর মৃত্যুতে জাতি একজন বীর মুক্তিযোদ্ধাকে হারালো।

শোকসভায় নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের সংবিধান প্রণয়নে অসামান্য অবদান রেখেছিলেন। সংসদীয় রাজনীতিতে তাঁর দক্ষতা ও অভিজ্ঞতা অতুলনীয়। তিনি স্বাধীনতার পর সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছিলেন।নেতৃবৃন্দ আরো বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত আপাদমস্তক একজন  অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ছিলেন। তাঁরা বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে জাতি হারালো একজন দেশপ্রেমিক কাণ্ডারিকে। এই অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জাতীয় নেতার শূন্যতা সহজে  পূরণ হওয়ার নয়।


শোকসভায় বক্তারা আরো বলেন,হাওর অঞ্চলের কাদা-মাটি গায়ে মেখে বেড়ে ওঠা সুরঞ্জিত সেনগুপ্ত আজীবন দেশ ও মেহনতী মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছিলেন,
মৃত্যুর পর লাখো জনতার  শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হওয়া তারই প্রমান বহন করে। শোকসভায় নেতৃবৃন্দ প্রয়াত  সুরঞ্জিত সেনগুপ্তের  শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।  

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Editor Khondoker Niaz Ikbal
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited