আন্তর্জাতিকলিড নিউজ

আট নির্বাচন কর্মকর্তাকে হত্যা করল তালেবান

এবিএনএ : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশে হামলা চালিয়ে দেশটির আটজন নির্বাচন কর্মকর্তাকে হত্যা করেছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আফগান তালেবান। গতকাল শনিবার রাতে জেলা পরিষদের ভেতরে এই হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) নিহত কর্মকর্তারা কান্দাহার প্রদেশের মারুফ জেলায় নিয়োজিত ছিলেন। ভোটার নিবন্ধন করার সময় তাদের ওপর হামলা চালায় তালেবানের সশস্ত্র ‘যোদ্ধারা’। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আফগান তালেবান। ইসলামপন্থী সশস্ত্র এই সংগঠনটির মুখপাত্র কারি ইউসুফ আহমাদি বলেছেন, তালেবান যোদ্ধারা নির্বাচন কমিশনের আট কর্মকর্তা এবং আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের (এএনডিএসএফ) ৫৭ সদস্যকে হত্যা করেছে।

Share this content:

Back to top button