আমেরিকালিড নিউজ

যুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবেন ভারতীয় বাঙালিরা

এবিএনএ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের ভারতীয় বাঙালীরা। আগামী বছর লাস ভেগাসে অনুষ্ঠিতব্য চতুর্দশ বঙ্গ সম্মেলনে এ আয়োজন করছে বঙ্গ সংস্কৃতি সংঘ।

বহির্বিশ্বের অন্যতম বৃহৎ এ বাংলা উৎসবে নয় হাজারেরও বেশি বাঙালি অংশ নেবেন। রোববার (৯ জুন) নিউইয়র্কে এক অনুষ্ঠানে এসব কথা জানান আয়োজকরা।
চোখ ধাঁধাঁনো আলো ঝলমলে জৌলুস নগরী লাস ভেগাস। ২০২০ সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে এখানেই বসছে বহির্বিশ্বের অন্যতম বৃহৎ বাংলা উৎসব বঙ্গ সম্মেলন।
তিনদিনের এ সম্মেলনের আয়োজক যুক্তরাষ্ট্রে বসবাসকারী ভারতীয় বাঙালিদের সংগঠন কালচারাল এসোসিয়েশন অব বেঙ্গল বা বঙ্গ সংস্কৃতি সংঘ।

রোববার বঙ্গ সম্মেলনের কিক অফ পার্টি অনুষ্ঠিত হয় নিউইয়র্কের লং আইল্যান্ডের একটি রেস্টুরেন্টে। উৎসবের থিম সঙ্গীত “হাতে হাত ধরে চলি” গেয়ে শোনান শিল্পীরা।
আয়োজকরা জানান, ২০২০ সালে তিন কিংবদন্তী বাঙালির জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষ্যে অনুষ্ঠানের তিনটি মঞ্চ তিন খ্যাতিমান বাঙালির নামে নামকরণ করা হচ্ছে। সবচেয়ে বড় মঞ্চটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।
বঙ্গ সম্মেলন ২০২০ এর আহ্বায়ক মিলন আওন বলেন, আগামী বছর বাংলাদেশের জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায় ও সঙ্গীতজ্ঞ রবিশংকরের জন্ম শতবার্ষিকী। এ উপলক্ষে আমরা তিন কিংবদন্তীর জীবন ও কর্ম নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছি।
মিলন আওন বলেন, বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানাবেন তারা।
বঙ্গ সংস্কৃতি সংঘের সাধারণ সম্পাদক দেবী প্রসাদ পালিত বলেন, আমরা হয়তো আলাদা হয়ে গেছি, কিন্তু এক সময় একসাথে ছিলাম। আমাদের ভাষা, সংস্কৃতি এক ও অভিন্ন। আমাদের প্রত্যাশা এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে আরও বেশি সংখ্যক বাংলাদেশি অংশগ্রহণ করবেন।
এক বছরেরও বেশি সময় বাকি আছে বঙ্গ সম্মেলনের। ২০২০ সালের ৩, ৪ ও ৫ জুলাই তিনদিনব্যাপী হবে এ সম্মেলন। আয়োজকরা এখন থেকেই শুরু করেছেন প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সংগঠনের নেতারা এসে হাজির হন কিকঅফ পার্টিতে।
প্রতি বছরেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী কিছু সংখ্যক বাংলাদেশি বঙ্গ সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন। এবার বেশি সংখ্যক বাংলাদেশির অংশগ্রহণ আশা করছেন ভারতীয় আয়োজকরা।
তারা জানান, বলিউড ও টালিউড ছাড়াও বাংলাদেশের চলচ্চিত্র, টিভি ও সঙ্গীতের শিল্পীরাও লাস ভেগাসের উৎসবের নানা পরিবেশনায় অংশ নেবেন।
এবং অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান জাতিসংঘের বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন,নিউইয়র্ক কন্সাল জেনালের সাদিয়া ফাইজুন্নেসা,ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমানের হাতে আমন্ত্রন পত্র তুলে দেন বঙ্গ সম্মেলনের ২০২০ এর আয়োজক কমিটি । পাশাপাশি আয়োজক কমিটির মাসুদ বিন মোমেন,সাদিয়া ফয়জুন্নেসা,ও ডা:সিদ্দিকুর রহমান কে অনুরোধ জানান আগামী সম্মেলনে সেখানে সজীব ওয়াজেদ জয়কে উপস্থিত থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। সেখানে ডঃ সিদ্দিকুর রহমান প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Share this content:

Related Articles

Back to top button