জাতীয়বাংলাদেশলিড নিউজ

ঈদের ছুটি বাড়ল একদিন

এবিএনএ: কুরবানির ঈদের ছুটি একদিন বেড়েছে। ঈদের আগে আগামী ২৭ জুন ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুরবানির ঈদ কবে হবে সেটি আজই নির্ধারণ করা হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় এ উৎসব হবে বলে ধারণা করা হচ্ছে।

আজ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে মঙ্গলবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে আগামী ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। এর আগে ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি একদিন বাড়ানোর সুপারিশ করে। একই সঙ্গে ছুটি একদিন বাড়ানোর দাবি জানিয়েছিল বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।

Back to top button