আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ঘর গোছানো শুরু!

এবিএনএ : বাংলাদেশে ২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। নিজেদের মধ্যেকার বিরাজমান সমস্যা সমাধানের পর এখন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ নজর দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের বিরোধ নিষ্পত্তি করে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার। কর্মসূচী হাতে নিয়েই গত ১৪ ও ১৫ জানুয়ারি শনিবার এবং রবিবার ওয়াশিংটনে ঝটিকা সফর করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সহ সভাপতি আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবদুস সামাদ আযাদ এবং সদস্য শাহানারা রহমান। বিরতিহীন ভাবে বৈঠক করেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া ষ্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের সাথে।
১৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় ওয়শিংটনেই পৌঁছেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠকে বসেন ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে। বৈঠকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল আজিম এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোহাম্মদ আলম। প্রায় মধ্যরাত পর্যন্ত বৈঠকে করেন নেতৃবৃন্দ। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে ঐক্যবদ্ধ করে কিভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে সহযোগীতা করা যায় সেই সকল বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করা হয়। পরদিন রবিবার সকালে ভার্জিনিয়ার ষ্প্রীংফিল্ডের অ্যাম্বাসী সুইট অডিটরিয়ামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ বৈঠক করেন মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে।
বৈঠকে মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সভাপতি সাদেক এম খান এবং এম নবী বাকী। বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ মেট্র ওয়াশিংটন আওয়ামী লীগের বিভিন্ন পর্য্যায়ের নেতা ও কর্মীদের বক্তব্য শুনেন এবং পরে সমাধানের লক্ষ্য করনীয় নিয়ে আলোচনা করেন। একইদিন বিকালে মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ সভাপতি শেখ সেলিমের নেতৃত্বে মেরিল্যান্ড ষ্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে বৈঠক করেন এবং আগামী নির্বাচনকে সামনে রেখে করনীয় নানা বিষয়ে আলোচনা করেন। বৈঠক শেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিউইয়র্কে ফিরে যান।
Share this content: