
এবিএনএ : আকস্মিকভাবে ইরাক সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জেরার্ড কুশনার। রোববার ট্রাম্পের এক সিনিয়র অফিসিয়াল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কুশনারের সফরসঙ্গী হন মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড। নাম প্রকাশ না করার শর্তে ট্রাম্প দফতরের কর্মকর্তা জানান, কুশনার নিজ ইচ্ছাতেই ইরাক সফরে করেছেন। সেখানে গিয়ে তিনি ইরাকিদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি আরও পরিষ্কার করেন। এর আগে গত ২০ মার্চ ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, আইএসবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাককে অকুণ্ঠ সমর্থন দেবে বলে প্রেসিডেন্ট ট্রাম্প আশ্বাস দিয়েছেন।
Share this content: