বিনোদন

‘দাবাং থ্রি’তে কাজল!

এবিএনএ : বলিউডের জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি ‘দাবাং’-এর সিক্যুয়েল ‘দাবাং থ্রি’তে সালমান খানের সঙ্গে জুটি বাঁধতে পারেন কাজল। জানা গেছে, ছবির মূল চরিত্রের জন্য এরইমধ্যে কাজলকে প্রস্তাব দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ‘দাবাং থ্রি’র মাধ্যমে তৃতীয়বারের মতো বড় পর্দায় জুটি বাঁধবেন বলিউডের এই দুই জনপ্রিয় শিল্পী।

এর আগে ‘পেয়ার কিয়া তো ডর না কিয়া’ ও ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবি দুটিতে অভিনয় করেন সালমান-কাজল। ‘দাবাং’ ও ‘দাবাং টু’তে সালমানের বিপরীতে মূল নায়িকা হিসেবে অভিনয় করেন সোনাক্ষী সিনহা। ‘দাবাং থ্রি’তেও যে তিনি থাকছেন সেটাও ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক আগেই জানিয়ে দেয়া হয়েছে। তবে বলা হয়, এতে আরেকজন নায়িকা থাকবেন। তিনি কে, তার ব্যাপারে এখনও কিছু জানানো হয়নি।

‘দাবাং থ্রি’ ছবিতে কাজল সত্যিই অভিনয় করবেন কি না- এ বিষয়ে কাজল কিংবা ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সালমান নিজেও এ নিয়ে এখনো মুখ খোলেননি।

Share this content:

Related Articles

Back to top button