আমেরিকালিড নিউজ

ট্রাম্পকে ‘মধ্যাঙ্গুলি’ দেখানো সেই নারী চাকরিচ্যুত

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যাঙ্গুলি দেখানোর কারণে এক নারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ভার্জিনিয়ায় ট্রাম্পের গল্ফ রিসোর্টের কাছে প্রেসিডেন্টের গাড়ি বহরের পাশাপাশি সাইকেল চালিয়ে যাওয়ার সময় এই কাণ্ড ঘটান ওই নারী। গত ২৮ অক্টোবর এই ঘটনা ঘটে। পরে ওই ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অর্থাৎ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জুলি ব্রিস্কম্যান, যিনি ওই ছবির সাইকেলিস্ট ছিলেন। তিনি ছবিটি অনলাইনে পোস্ট করেন। পরে তার চাকরিদাতা প্রতিষ্ঠান আকিমা এলএলসি থেকে জুলিকে বরখাস্ত করা হয়।তবে এ বিষয়ে কোম্পানিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।জুলি জানিয়েছেন, কোম্পানি থেকে তাকে ফোন দেয়া হয়। এর একদিন আগেই অবশ্য কোম্পানির মানবসম্পদ বিভাগ থেকে জুলিকে জানানো হয় যে তার পোস্ট করা ছবিটি ব্যাপক প্রচার পেয়েছে।জুলি হাফিংটন পোস্টকে জানিয়েছেন, কোম্পানির নির্বাহীরা ওই ছবিকে ‘অশোভন’ বা ‘আপত্তিকর’ হিসেবে বর্ণনা করেছেন। যা কোম্পানির সোশ্যাল মিডিয়া নীতির লঙ্ঘন বলেও তারা উল্লেখ করেছেন।যদিও জুলি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে তিনি কর্মঘণ্টার বাইরে এ ধরনের ছবি তুলেছেন।এদিকে ভিন্ন আরেক ঘটনায় তার এক পুরুষ সহকর্মীকে কর্তৃপক্ষ ঠিকই ছাড় দিয়েছে বলে অভিযোগ করেছেন জুলি। তাই নিজের বরখাস্ত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জুলি।৫০ বছর বয়সী দুই সন্তানের মা জুলি এর আগে একটি সরকারি প্রতিষ্ঠানে ছয় মাস কাজ করেছেন।

Share this content:

Related Articles

Back to top button