এ বি এন এ : ইন্টারন্যাশনাল পার্লামেন্ট অ্যাসোসিয়েশন (আইপিএ) এর ৪৪তম সম্মেলনে যোগ দিতে রাশিয়ায় পৌঁছেছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল রবিবার রাতে তিনি রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সংসদ সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্পিকার আগামী ১৮ থেকে ২০ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় তিন দিনব্যাপী সম্মেলনে যোগ দিবেন। এ সময় তিনি সেন্ট পিটার্সবার্গের সামার প্যালেসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্যাথরিন প্যালেসের আম্বার কক্ষে আইপিএ কাউন্সিলের চেয়ারপার্সন ভ্যালেন্টিনা মেটভিয়েনকোর পক্ষ থেকে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিবেন।
তিনি সিএসটুপার চেয়ারপার্সন ও ফেডারেল এসেম্বলি অব দি রাশিয়ান ফেডারেশন ডুমার এর স্পিকার সার্গেই নারিসকিনের সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। তিনি ইন্টার পার্লামেন্টারি অর্গানাইজেশনের প্রধানদের বৈঠকে অংশ নেবেন। এ ছাড়াও স্পিকার রাশিয়ার উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং ৪৪তম প্লেনারি সেশনেও অংশগ্রহণ করবেন। আগামী ২০ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।