
এবিএনএ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে আজ মুখোমুখি হবে রাইজিং পুনে সুপারজায়ান্ট ও মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। টিভিতে সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সুপার সিক্স।
শিরোপার লড়াইয়ে প্রথম মুখোমুখি রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও স্টিভেন স্মিথের রাইজিং পুনে সুপারজায়ান্ট। এর আগে ২০১৩ এবং ২০১৫ আসরে আইপিএলের শিরোপা পেয়েছিল মুম্বাই। অন্যদিকে পুনে গতবারই প্রথম টুর্নামেন্টে নাম লেখায়। দ্বিতীয় আসরেই তারা ফাইনালে। ধোনি-স্মিথদের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ রয়েছে।
এবারের আসরে দুই দল এখন পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। তিনটিতেই জিতেছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। আসরের শেষ মুখোমুখিতে কাদের মুখে হাসি ফোটে সেটা দেখার অপেক্ষায় এখন কোটি ক্রিকেটপ্রেমি।
টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে ছিল মুম্বাই। ১০ জয় নিয়ে সবার আগে কোয়ালিফাইয়ার নিশ্চিত করে তারা। অন্যদিকে পুনে শুরুর দিকে সাদামাটা পারফরম্যান্স করলেও পরবর্তীতে দারুণ ছন্দে ফিরে।
ব্যাটিংয়ে স্মিথ, রাহানে ও তিওয়ারির সঙ্গে আছেন মাহেন্দ্র সিং ধোনি ও রাহুল ত্রিপাথি। বোলিংয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। অন্যদিকে রোহিত শর্মার দলের সঙ্গে রয়েছেন সিমন্স, পার্থিব প্যাটেল, রাইডু, হার্দিক পান্ডে ও পোলার্ডের মতো তারকা ক্রিকেটার। বোলিংয়ে মালিঙ্গা, জনসন ও বুহরাহ রয়েছেন সেরা ফর্মে।
শক্তির বিচারে মুম্বাই এগিয়ে থাকলেও পুনের রয়েছে আত্মবিশ্বাস। ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে মাঠে নামছে পুনে। এবার বিগ ফাইনালে মুম্বাই ব্যবধান কমাতে পারে কিনা সেটাই দেখার।
Share this content: