এবিএনএ: আবারও আইটেম গান নিয়ে হাজির বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। মুক্তির দ্বারে থাকা ‘জিরো’ ছবির তৃতীয় গান ‘হুসন পরচম’। গানটিতে বেশ আবেদনময়ী পোশাকে দেখা যাবে ক্যাটকে। ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে তার হট ও স্টাইলিস লুক।গতকাল বুধবার রেড চিলিজ প্রোজাকশন তাদের নিজের ইউটিউব চ্যানেলে মুক্তি দেয় গানটি। গানটি ছবির একটি ডান্স নাম্বার। যাতে অনন্য রূপে তুলে ধরা হয়েছে ক্যাটরিনাকে।এর আগেও একাধিক বার আইটেম গানে দেখা গেছে ক্যাটরিনাকে। তবে এবার গানের সঙ্গে শরীরী লাস্যে আগুন ধরিয়েছেন তিনি। গানটি একদিনের মধ্যেই ১২ লক্ষাধিক বার ভিউ হয়েছে।’জিরো’ ছবিতে শাহরুখ ‘বউয়া’ নামে এক যুবকের ভূমিকায় অভিনয় করছেন। তার বিপরীতে দেখা যাবে আনুষ্কা শর্মা ও ক্যাটরিনাকে। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শাহরুখের এই ছবির ডিস্ট্রিবিউশন ইতিমধ্যেই ১০০ কোটি টাকায় বিক্রি হয়েছে। ৩০০ কোটি টাকা খরচে নির্মিত ‘জিরো’ দর্শককে কেমন আকৃষ্ট করতে পারে তা এখন ভাবার বিষয়।