আইএসকে সাহায্য করায় মার্কিন পুলিশ কর্মকর্তা অভিযুক্ত

এ বি এন এ : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সাহায্য করার দায়ে অভিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের এক পুলিশ কর্মকর্তা। তিনি ওয়াশিংটনে পরিবহন খাতে কর্মরত ছিলেন।
আইএসকে সহায়তার দায়ে যুক্তরাষ্ট্রে এই প্রথম কোনো পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করে অভিযোগ দায়ের করা হলো। অভিযুক্তের নাম নিকোলাস ইয়ং (৩৬)।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) জানিয়েছে, ২০১০ সাল থেকে নিকোলাস ইয়ংয়ের ওপর তদন্ত চলছে। মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীদের সঙ্গে যোগ দিতে ২০১১ সালে লিবিয়া যান তিনি। অস্ত্রসজ্জিত হয়ে তিনি সেখানে যুদ্ধ করেন।
মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, নিকোলাস ইয়ংয়ের সঙ্গে আমিন আল-খালিফির যোগাযোগ ছিল। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনার অভিযোগে ২০১২ সালে গ্রেপ্তার হন খালিফি।
Share this content: