আইন ও আদালতবাংলাদেশলিড নিউজ
অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে মঙ্গলবার আপিল

এবিএনএ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেয়া জামিনের বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সোমবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। এর পর বিকালে এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল করার কথা জানান। এদিকে খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, অন্য মামলায় গ্রেফতার না দেখালে খালেদা জিয়ার মুক্তি পেতে আর কোনো বাধা নেই।
Share this content: