,
প্রচ্ছদ | জাতীয় | আন্তর্জাতিক | অর্থনীতি | আমেরিকা | লাইফ স্টাইল | ভিডিও নিউজ | ফিচার | আমেরিকা | বিনোদন | রাজনীতি | খেলাধুলা | বিজ্ঞান ও প্রযুক্তি | শিক্ষা

অাজ যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’

এবিএনএ: যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক মহাসাগর বিধৌত আটলান্টিক সিটি, যা ‘ক্যাসিনো শহর’ হিসাবে সমধিক পরিচিত।এই আটলান্টিক সিটি ও তৎসংলগ্ন শহরগুলোতে ব্যাপক সংখ্যক বাংলাদেশীর বসবাস।এই প্রবাসী বাংলাদেশীদের সাংবাৎসরিক আনন্দ আয়োজন ‘বাংলাদেশ মেলা’, যার জন্য প্রবাসী বাংলাদেশীরা চাতক পাখির মতো প্রতীক্ষা করতে থাকে।আজ বাংলাদেশ মেলা অনুষ্ঠিত হবে।ঐদিন বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির উদ্যোগে আটলান্টিক সিটির ৫৪৫, আলবেনী এভিনিউস্থ সার্ফ স্টেডিয়াম এর উন্মুক্ত প্রাঙ্গণে বিকেল পাঁচটা থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত চলবে “বাংলাদেশ মেলা’র কার্যক্রম। “বাংলাদেশ মেলা’য় সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী আবদুল হাদী।

07132018_01_ATLANTIC_CITY_BANGLADESH_MELA (1)

এছাড়া নিজস্ব গায়কী শৈলীতে বাংলাদেশ মেলার মঞ্চ মাতাবেন প্রবাসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়রা রেজা ও মারিয়া। পাশাপাশি বাংলাদেশ মেলায় বাড়তি পাওনা থাকবে প্রবাস প্রজন্মে বেড়ে ওঠা শিশু-কিশোরদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান । বাংলাদেশ মেলায় থাকবে রকমারী স্টল সহ ঐতিহ্যবাহী বাংলাদেশী পণ্যের সমাহার।মেলায় আরো থাকবে আকর্ষণীয় র‍্যাফেল ড্র।বাংলাদেশ মেলায় প্রবাসী কৃতি ছাএ-ছাএীদের সম্বর্ধনা দেওয়া হবে।বাংলাদেশ মেলার টাইটেল স্পন্সর রেডিয়েণ্ট আইপি টিভি ও গ্র্যান্ড স্পন্সর উৎসব কুরিয়ার। ‘বাংলাদেশ মেলা’র মিডিয়া পার্টনার এনটিভি। মেলায় কোন প্রবেশ মূল্য নাই। ‘বাংলাদেশ মেলা’য় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মিয়া। প্রবাসী বাংলাদেশীদের প্রাণের মেলা “ বাংলাদেশ মেলা” সফল ও সার্থক করে তোলার জন্য বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির সভাপতি শহীদ খান ও সাধারন সম্পাদক সোহেল আহমদ এবং “ বাংলাদেশ মেলা-২০১৮” আয়োজক কমিটির আহবায়ক মোঃ সেলিম ও সদস্য সচিব ফরহাদ সিদ্দীক প্রবাসী বাংলাদেশীদের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন। ‘বাংলাদেশ মেলা’র আয়োজন উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে, আয়োজকরা পার করছেন ব্যস্ত সময়। সবাই এখন প্রতীক্ষার প্রহর গুনছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।

 

Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali
Managing Director: Akbar Hossain
Executive Editor: Mehedi Hasan
E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag, 2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka. Usa. Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Server mannarged BY PopularServer
Design & Developed BY PopularITLimited