জাতীয়বাংলাদেশলিড নিউজ

অস্ত্র, সোনা ও টাকাসহ ৭ জেএমবি সদস্য গ্রেপ্তার

এবিএনএ : রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট। আজ মঙ্গলবার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপকমিশনার ইউসুফ আলী এই তথ্য জানিয়েছেন। তবে গ্রেপ্তারকৃত সাতজনের নাম প্রাথমিকভাবে প্রকাশ করেনি পুলিশ। তাদের জঙ্গি কর্মকাণ্ডের বিষয়েও আর কোনো তথ‌্য দেওয়া হয়নি।

তিনি জানান, এরা রাজধানীর বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গেও জড়িত। ডাকাতি করে লুট করা অর্থ সংগঠনের কাজে ব‌্যবহার করত। তাদের কাছ থেকে ডাকাতি করা ৬৭ ভরি স্বর্ণালংকার, চারটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, ১০ রাউন্ড গুলি, ছয় লাখ টাকা, টেলিভিশন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। ইউসুফ আলী আরো বলেন, আজ সংবাদ সম্মেলন করে এসব বিষয়ে বিস্তারিত তথ‌্য প্রকাশ করা হবে।

Share this content:

Back to top button