অস্ত্রধারী ডাকাতের কবলে কিম কারদাশিয়ান, কয়েক কোটি পাউন্ডের স্বর্ণালঙ্কার লুট

এ বি এন এ : অস্ত্রধারী ডাকাতরা মার্কিন পারফর্মার কিম কারদাশিয়ানকে একটি কক্ষে আটকে রেখে তার ৮ কোটি ৭০ লাখ পাউন্ডের স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। এর মধ্যে রয়েছে ৩৫ লাখ পাউন্ড মূলের একটি আংটি। ৫২ লাখ পাউন্ড মূল্যের অন্যান্য স্বর্ণালংকার ও জিনিসপত্র। রোববার রাতে প্যারিসের একটি হোটেলে এ ঘটনা ঘটেছে। এরপরেই ব্যক্তিগত জেট বিমানে করে তিনি প্যারিস ত্যাগ করেছেন। এ নিয়ে সারাবিশ্বে চলছে তোলপাড় । স্থানীয় সময় রোববার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বিশ্বের কোটি কোটি পুরুষের হৃদয়ে কাঁপুনি লাগানো এই সেলিব্রেটি প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে এসেছিলেন। উঠেছিলেন একটি হোটেলে। কিন্তু সেখানেই রোববার রাতে ঘটে গেছে ওই বিপত্তি। কিম কারদাশিয়ানের মুখপাত্র বলেছেন, রোববার রাতে অস্ত্রের মুখে কিম কারদাশিয়ান ওয়েস্টকে প্যারিসের একটি হোটেল কক্ষে আটকে রাখে অস্ত্রধারী কয়েকজন। এ সময় তারা ছিল মুখোশধারী। তাদের পোশাক ছিল পুলিশের মতো। এ অবস্থায় কিম ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। তবে তার কোনো শারীরিক ক্ষতি হয় নি। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন ও স্কাই নিউজ। এতে বলা হয়, কিম কারদাশিয়ান তার মা ক্রিস জেনার, দু’বোন কোর্টনি কারদাশিয়ান ও কেনদাল জেনারকে সঙ্গে নিয়ে প্যারিসে এসেছেন। তার স্বামী র্যাপার কেনি ওয়েস্ট রোববার রাতে মিডো ফেস্টিভালে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু তিনি তড়িঘড়ি করে সেখান থেকে তিনি চলে এসেছেন। কনসার্টের আয়োজকদের বলেছেন, পারিবারিক জরুরি অবস্থার কারণে তাকে ফিরে যেতে হচ্ছে। এ জন্য মিডোস এনওয়াইসির অফিসিযাল টুইটার একাউন্টে নিশ্চিত করা হয়েছে, কেনি ওয়েস্ট তার স্টেজ পারফরমেন্স শেষ করতে আসছেন না। ওদিকে কনসার্টে যেসব লোক উপস্থিত ছিলেন তারা কেনি ওয়েস্টের দ্রুত সে স্থান ত্যাগ করার দৃশ্য ধারণ করেছেন ভিডিওতে। কেনি ওয়েস্ট বলেছেন, সরি গাইস।
পারিবারিক জরুরি প্রয়োজননে আমাকে এখনি এই শো থেকে চলে যেতে হচ্ছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিএনএনের ফ্রাঙ্ক পালোত্তা। তিনি টুইটে লিখেছেন, কেনি ওয়েস্টের এভাবে চলে যাওয়ায় অনেকে কষ্ট পেয়েছেন। কিন্তু কেন তিনি এভাবে চলে গেলেন সে বিষয়ে ব্যাখ্যা পাওয়া যায় নি।
Share this content: