

এবিএনএ : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন প্রতিনিধি হিসেবে এই প্রথমবারের মতো সরকারি এক সফরে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ তিনি সিডনি পৌঁছুবেন বলে আশা করা হচ্ছে।
বর্ধিত এশিয়া ভ্রমণ শেষ করে তিনি এ সফরে যাচ্ছেন। তার এশিয়া সফরকালে আলোচনায় আঞ্চলিক নিরাপত্তা ও বাণিজ্যিক বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেয়া হয়।
অস্ট্রেলিয়ায় ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস কারোসো জানান, অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র জোটের গুরুত্ব তুলে ধরতেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।