জাতীয়বাংলাদেশলিড নিউজ

অসুস্থতায় দোতলা থেকে নামতেই পারছেন না খালেদা: রিজভী

এবিএনএ: দুর্নীতির মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও গুরুতর অসুস্থ জানিয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বলেছেন, তিনি (খালেদা জিয়া) দর্শনার্থীদের সঙ্গে নিচে নেমে কথা বলেন। কিন্তু এখন খুব বেশি অসুস্থতার কারণে তিনি দোতলা থেকে নিচে নামতেই পারছেন না। এখনও তিনি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। তার হাঁটাচলা করতে কষ্ট হয়। রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, শনিবার খালেদা জিয়ার আইনজীবী ও পরিবারের সদস্যরা কারাগারে তার সঙ্গে দেখা করেছেন। তার শারীরিক সমস্যা আরও বৃদ্ধি পেয়েছে। এ সময় আসন্ন সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, তিন সিটিতে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীরা জনসমর্থনহীন। আর এসব প্রার্থীকে জেতাতে তৎপর হয়ে উঠেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা।

রিজভী আরও বলেন, নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, ধানের শীষের আবেদন আরও বৃদ্ধি পাচ্ছে। ক্ষমতাসীন দল বেআইনিভাবে জয়ী হতে চাইছে বলেই গণগ্রেফতারসহ আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে। রাজশাহীতে যাদের ধানের শীষের প্রার্থীর এজেন্ট মনোনীত করা হয়েছে, তাদের কারও নামেই মামলা নেই। অথচ গোয়েন্দা পুলিশ ধানের শীষের এজেন্টদের নির্বিচারে আটক করে ১৫ থেকে ২০ ঘণ্টা পর তাদের নামে মিথ্যা ও বানোয়াট মামলায় অভিযুক্ত করে গ্রেফতার দেখাচ্ছে। তিনি বলেন, সিলেটে বিএনপির দুজন নেতা-কর্মীকে পুলিশ রাতে উঠিয়ে নেওয়ার পর সকালে অস্বীকার করে। তাদের বাঁচাতে ও মুক্তির দাবিতে ধানের শীষের মেয়র প্রার্থী আরিফুল হক নির্বাচনী প্রচারণা বাদ রেখে গতকালও (শনিবার) পুলিশ কমিশনারের অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। বরিশালেও বিএনপিসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদের ওপর হামলা, তাদের বাড়িঘর ও নির্বাচনী অফিস ভাঙচুর এবং হয়রানিসহ গ্রেফতারের হিড়িক চলছে। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান এম এ মান্নান, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ অনেকে উপস্থিত ছিলেন।

Share this content:

Back to top button