এবিএনএ : ব্যর্থ একটি অভ্যুত্থান চেষ্টা ঠেকানোর সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আফ্রিকার দেশ ইথিওপিয়ার সেনাবাহিনীর প্রধান। শনিবার রাজধানী আদ্দিস আবাবার উত্তরাঞ্চলের একটি শহরে অভ্যুত্থান চেষ্টা দমনের সময় গুলিবিদ্ধ হয় তিনি। খবর বিবিসি’র।
শনিবার সন্ধ্যার দিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেছেন, হতাহত বেশ কয়েকজনের মধ্যে সেনাপ্রধান জেনারেল সিরে মেকোনেনও রয়েছেন। আবি বলেন, সেনাপ্রধানের কাছে থাকা লোকজনই তাকে গুলি করেছে। আমহারা প্রদেশে অভ্যুত্থান চেষ্টাকারীদের বাধা দেয়ার চেষ্টার সময় গুলিবিদ্ধ হন জেনারেল সিরে।
আফ্রিকা মহাদেশের এই দেশটিতে নয়টি ফেডারেল প্রদেশ রয়েছে। গত বছর ক্ষমতায় আসার পর থেকে ‘হর্ন অব আফ্রিকা’ হিসেবে পরিচিত এক সময়ের বিচ্ছিন্ন ১০ কোটি মানুষের এই দেশটিতে রাজনৈতিক সংস্কার আনার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী আবি।