অভিযোগ প্রমাণিত হলে সানি আজীবন নিষিদ্ধ: পাপন

এবিএনএ : জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিপক্ষে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন এক নারী। নাসরিন সুলতানা নামের এই নারীর দাবি তিনি এই স্পিনারের স্ত্রী। প্রথমে তার বিরুদ্ধে ব্ল্যাকমেল করার অভিযোগ মামলা হয়। পরে যৌতুক দাবি করা নিয়ে একটি মামলা করা হয়। বর্তমানে সানি রিমান্ড শেষে কারাগারে রয়েছেন। তার জামিন আবেদন নাকচ করেছে আদালত।
জাতীয় দলের এই ক্রিকেটারের এমন ঘটানাতে বিব্রত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনও হুসিয়ারি দিয়ে বলেছেন যদি সানির এই ঘটনাতে সম্পৃক্ততা থাকে ও তার বিপক্ষে অভিযোগ প্রমান হয় তাহলে তাকে আজীবন নিষিদ্ধ করা হবে। বিসিবিও তার পাশে থাকবে না বলে জানান তিনি। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি আরাফাত সানির বিষয়টি উঠলে এই ভাবেই বিসিবির অবস্থান তুলে ধরেন।
Share this content: