এবিএনএ : ইউটিউবে মুক্তি পেল তৌসিফ মাহবুব ও সংযুক্তা দাস অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলো’। গতকাল বৃহস্পতিবার রাতে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এটি।স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভিকি জাহেদ। তিনি বলেন, ‘চলচ্চিত্রটির মূল আকর্ষণ গল্প। একটি সত্য ঘটনা অবলম্বনে এটি সাজানো হয়েছে। মুক্তির পর থেকে এটি নিয়ে ভালো সাড়া পাচ্ছি। সত্যিই আমি অভিভূত।’
তৌসিফ মাহবুব বলেন, “অনেকের অভিযোগ এখনকার স্বলদৈর্ঘ্যগুলোর গল্প প্রায় এক হয়ে যাচ্ছে। তাই বেশ কিছুদিন এটি থেকে দূরে ছিলাম। কিন্তু ভিকির ভাইয়ের কাছ থেকে ‘আলো’র গল্প শুনে কাজটার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। কারণ এর গল্পের মধ্যেই ভিন্নরকম এক ভালোবাসা লুকিয়ে আছে।”টাইগার মিডিয়ার ব্যানারে ‘আলো’ একটি মোশন ভাস্কর নির্মাণ।