আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের দুই অধ্যাপকের

এ বি এন এ : অর্থনীতিতে যৌথভাবে নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অলিভার হার্ট ও ফিনল্যান্ডের নাগরিক বেংগত হোলমস্টরম। অর্থনীতির কনট্রাক্ট থিওরির বিষয়ে বিশেষ অবদান রাখায় তাঁদের এ পুরস্কার দেওয়া হলো।

কনট্রাক্ট থিওরি নিয়ে হার্ট ও হোলমস্টরমের কাজ মূলত প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের নির্বাহীদের কর্মদক্ষতাভিত্তিক বেতন-ভাতা দেওয়ার মতো ইস্যুগুলো আরও সহজভাবে বুঝতে সহায়তা করবে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস আজ সোমবার এ পুরস্কার ঘোষণা করে।

অলিভার হার্ট যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক। আর হোলমস্টরম ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির অর্থনীতি ও ব্যবস্থাপনা বিষয়ের অধ্যাপক।

নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবেন হার্ট ও হোলমস্টরম। আগামী ১০ ডিসেম্বর তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

Share this content:

Related Articles

Back to top button