
এবিএনএ: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন।
ডাকসু ও হল সংসদ নির্বাচন বর্জনকারী দলগুলোর সঙ্গে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটরিয়ামে এক বৈঠকে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় শোভন বলেন, আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছি। নুরও করেছে। শিক্ষার্থীরা তাকে নির্বাচিত করেছে। আমি মনে করি, নুর কোনো সংগঠনের না, নুর সব সাধারণ শিক্ষার্থীর জন্য নির্বাচিত। তাই আমাদের সকলের উচিত তাকে সহযোগিতা করা। একইসঙ্গে নুরকেও সব শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, সবাই একসঙ্গে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে।
জবাবে নুর বলেন, শোভন আমার বড় ভাই। তিনি আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। আমি চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং সব ছাত্র সংগঠনকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে। আমরা কেউ কারও প্রতিপক্ষ না। আমরা ক্যাম্পাসে সুষ্ঠু ও শান্তিপূণ পরিবেশ দেখতে চাই। এ সময় কিছুক্ষণ আগেই ঘোষণা করা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নেন নুর।
Share this content: