জাতীয়বাংলাদেশলিড নিউজ

অনিক, হৃদয়সহ সাতজনকে প্রধানমন্ত্রীর সহায়তা

এবিএনএ : বিএনপি-জামায়াতের সহিংস কর্মূসচিতে অগ্নিকাণ্ড ও বোমা হামলার শিকার স্কুলছাত্র অনিক ও হৃদয়সহ সাতজনকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে আহত ও তাদের স্বজনদের হাতে অনুদানের চেক তুলে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আহতদের স্বাস্থ্য ও চিকিত্সার খোঁজ নেন। তাদের সান্তনা দেন। এ সময় আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। চিকিৎসা থেকে শুরু করে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও মঙ্গল কামনা করেন স্বজনরা। ফেনীর দাগনভূঞার শিক্ষার্থী শাহরিয়ার হূদয়ের বাবা আবুল খায়ের, তার অপর সহপাঠী মিনহাজুল ইসলাম অনিকের মা আমেনা আক্তার জেসমিন, গাজীপুর শ্রীপুরের গিয়াস উদ্দিন আহমেদ, তেঁজগা রাজস্ব সার্কেলে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদির মিয়া (ফেনীর তত্কালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট) এবং ঝিনাইদহের শৈলকুপার লিটন মিঞার হাতে ১০ লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। আর্থিক অনুদানপ্রাপ্ত অন্য দুই জন রাজধানীর মিরপুর-১ এর মধ্য পাইকপাড়ার আব্দুল মতিন ও বংশালের সেলিম হোসেন সেলিমকে ৫ লক্ষ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব তথ্য জানান।

Share this content:

Related Articles

Back to top button