বিনোদন

শাকিব-শুভশ্রীর নবাব ছবির ট্রেলার মুক্তি

এবিএনএ : আবারো নতুন লুকে দর্শকদের সামনে এলেন ‘নবাব’ শাকিব খান। মুখে খোঁচা খোঁচা দাড়ি, নবাবী গোঁফ, হাতে বালা, তীক্ষ্ম চাহুনি। সব মিলিয়ে বলা চলে ‘নবাব’ এ অন্য শাকিব! ট্রেলারে প্রকাশিত হওয়ার পর চিত্রনায়ক শাকিব খানের লুক লুফে নিয়েছে দর্শকরা।
এর আগে শিকারী ছবিতেও শাকিবের লুক পছন্দ করেছিল দুই বাংলার ভক্তরা।
২৫ মে সকাল ১০টায় ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘নবাব’ এর ট্রেলার। সময়ের হিসাবে ২ মিনিট ৩০ সেকেন্ডের এই ট্রেলার প্রকাশিত হওয়ার পর প্রশংসায় ভাসছেন শাকিব খান। তিনি মনে করেন, ‘নবাব’ নতুন ইতিহাস সৃষ্টি করবে। নজরও কাড়বে সবার।’
বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ও ভারতীয় প্রতিষ্ঠান এসকে মুভিজ এর যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে।
পুরোপুরি অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নবাব’। যেখানে দেখা যাবে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বেন শাকিব। থাকছে পরিবার ও রোমান্সের গল্প। ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। সিনেমাটিতে শাকিবের নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। ছবিতে আরও দেখা যাবে মেঘলা, অমিত হাসান, শিবাশানু, রেবেকা ও কলকাতার রজতাভ দত্তকে।
ছবির চিত্রনাট্য লিখছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। ‘নবাব’ আসন্ন ঈদে মুক্তি পাবে বাংলাদেশে, কলকাতায় মুক্তি পাবে জুলাইয়ে। এদিকে আসছে ঈদে শাকিব অভিনীত ‘রাজনীতি’ ছবিটিও মুক্তি পাবে।

Share this content:

Related Articles

Back to top button