বিনোদন

অনলাইনে ফাঁস ‘বাহুবলী ২’র ভিডিও ক্লিপ!

এবিএনএ : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস অভিনীত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ব্যাপক সাড়া ফেলেছিল। ছবির প্রযোজক এবং পরিচালক এস এস রাজামৌলি আগেই ঘোষণা দিয়েছিলেন এর সিক্যুয়াল নির্মাণ করবেন।

এখন জোর কদমে চলছে ‘বাহুবলী ২: দ্য কনক্লুঝন’র শুটিং। সেইসঙ্গে চলছে ভিএফএক্স এর কাজ। কিন্তু, এর মধ্যে হইচই বাঁধিয়ে দিয়েছে ‘বাহুবলী ২’-এর লিক হয়ে যাওয়া ভিডিও।

দিন দুই আগে এই ভিডিও ইউটিউবে আপলোড করে দেয়া হয়। বিষয়টি জানতে পেরেই হায়দরাবাদের জুবিলি হিলস থানায় অভিযোগ দায়ের করেন এস এস রাজামৌলি। ‘বাহুবলী ২’-এর সঙ্গে জড়িত থাকা এক গ্রাফিক্স ডিজাইনারকে এই অভিযোগের ভিত্তিতে বিজয়ওয়াড়া থেকে গ্রেফতারও করা হয়।

রাজামৌলির অভিযোগ, ওই গ্রাফিক্স ডিজাইনার ‘বাহুবলী ২’-এর ভিএফএক্স কাজের সঙ্গে জড়িত ছিলেন। ওই গ্রাফিক্স ডিজাইনারই ১০ মিনিটের একটি শুটিং ক্লিপ চুরি করে তা ইন্টারনেটে আপলোড করে দেন বলে অভিযোগ করেছিলেন রাজামৌলি।

গ্রেফতারের পরই কপিরাইট ইস্যুতে ‘বাহুবলী ২’-এর লিক হয়ে যাওয়া ভিডিও ইন্টারনেট থেকে ডিলিট করে দেয়া হয়।

জানা গেছে, ‘বাহুবলী ২’-এর ওই লিক হওয়া ভিডিওটি খুব একটা স্পষ্ট নয়। তবে, অস্বচ্ছ ভিডিওতে দেখা গেছে বাহুবলীর চরিত্রে অভিনয় করা প্রভাস যুদ্ধের আহ্বান করছেন। সেনাদের তৈরি হতে বলছেন। ভিডিও ক্লিপটির একটা জায়গায় দেখা যাচ্ছে অনুষ্কা শেঠী আকাশের দিকে তাক করে তির ছুঁড়ছেন। তবে, ১০ মিনিট নয় ভিডিও ক্লিপটি ৪ থেকে ৫ মিনিটের ছিল। এই ভিডিও ক্লিপটির অংশ ‘বাহুবলী ২’-এর ক্লাইম্যাক্স দৃশ্য বলেও দাবি করেছে রাজামৌলির প্রোডাকশন হাউস।

Share this content:

Related Articles

Back to top button