অধূমপায়ীদের জন্য ছয় দিন অতিরিক্ত ছুটি!

প্রতিষ্ঠানে কাজ করা কর্মচারীদের মধ্যে যারা ধূমপান করেন না তাদের জন্য ছয় দিনের ছুটি ঘোষণা করে আলোচনায় এসেছে জাপানিজ কোম্পানি পিয়ালা ইংক। ধূমপায়ী ব্যক্তিদের চেয়ে অধূমপায়ী ব্যক্তিরা বেশি কাজ করেন উল্লেখ করে এমন ঘোষণা দিয়েছে কোম্পানিটি। সম্প্রতি অধূমপায়ী এক কর্মচারী দাবি করেন যে তারা ধূমপায়ী ব্যক্তিদের চেয়ে বেশি কাজ করেন। কারণ ধূমপায়ী ব্যক্তিরা ধূমপান করার জন্য সময় ব্যয় করেন। সেসময় অধূমপায়ীরা কাজে ব্যস্ত থাকে। এঘটনায় কর্মচারীদের মধ্যে অসন্তোষও দেখা দেয়। এর জেরে ছুটি ঘোষণা করে কোম্পানিটি। সংস্থার মুখপাত্র জানান, ‘আমাদের সিইও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে সিদ্ধান্তটি নেন৷ আর, পুরো বিষয়ে ভারসাম্য আনতেই অধূমপায়ীদের অতিরিক্ত কিছু সময়ের ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷’ জাপানি এই সংস্থাটি বিল্ডিংয়ের ২৯ তলায়৷ যেখান থেকে নীচের বেসমেন্টে আসতে এবং সিগারেট খেতে সময় লাগে কমপক্ষে ১৫ মিনিট৷ পুরো বিষয়টি নিয়ে সংস্থার সিইও তাকাও আসুকা জানান, ‘আশা করছি, সিদ্ধান্তটি কর্মীদের ধূমপান ছাড়তে উৎসাহিত করবে৷’
Share this content: