বাংলাদেশরাজনীতিলিড নিউজ

ইশরাক-তাবিথকে ঐক্যফ্রন্টের সমর্থন

এবিএনএ : ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীকে সমর্থন দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বুধবার বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠক শেষে এই সমর্থনের ঘোষণা দেয়া হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) তাবিথ আউয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।

ঐক্যফ্রন্টের এই সমর্থন দেয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পরে তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেন, সিটি নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট আমাদের পূর্ণ সমর্থন দিয়েছে। এর আগে ড. কামাল হোসেন দুই মেয়র প্রার্থীর হাত তুলে ধরে দোয়া করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অধ্যাপক আবু সাইয়িদ চৌধুরী, সুব্রত চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Share this content:

Back to top button