জাতীয়বাংলাদেশলিড নিউজ

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

এবিএনএ : রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়ক যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটায় সড়কটি উন্মুক্ত করে দেয়া হয়। এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে পাহাড় ধসে নিশ্চিহ্ন হয়ে যাওয়া এই সড়কের ১০০ মিটার ভাঙা অংশে নতুন করে তৈরি করা সড়কটি দিয়ে প্রাথমিকভাবে হালকা যান চলাচল করতে পারবে। চলমান বর্ষা মৌসুমে আরও বৃষ্টিপাতের আশঙ্কায় সড়কটি দিয়ে আপতত ভারী যানবাহন চলাচল করতে না পারলেও একমাসের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শেষ করে তা সকল ধরনের যান চলাচলের উপযোগী করে তোলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সড়কটি উন্মুক্ত করে দেয়ার সময় উপস্থিত ছিলেন যোগাযোগ সচিব এনএম সিদ্দিক, চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হোসেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান, বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুক, রাঙ্গামাটি পুলিশ সুপার সা্ঈদ তারিকুল হাসান।

Share this content:

Related Articles

Back to top button