
এবিএনএ : বিএনপি ঐক্যবদ্ধ হলে অপশক্তি আর ক্ষমতায় থাকতে পারবে না। বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার দুপুরে ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশের সব জায়াগায় বিএনপির মধ্যে ঐক্য নেই। হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নিজেদের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। তাহলে অবৈধ দখলদার সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। তারা ক্ষমতা ছাড়তে বাধ্য হবে।তিনি বলেন, নেত্রকোনা গিয়ে মানুষের মধ্যে ব্যাপক সাড়া দেখেছি। আমার বিশ্বাস নিজেরা ঐক্যবদ্ধ হতে পারলে অপশক্তি ক্ষমতায় থাকতে পারবে না। তাদের বিদায় নিতে হবে।বিএনপি মহাসচিব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গিয়েছিল। তার মতো বিএনপির ৫শ’র বেশি নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে।ফখরুল বলেন, ইলিয়াস আলীর ব্যাপারে বিএনপি আরো শক্ত ভূমিকা নিতে পারতো। সে সময় একটা সফল অবরোধ কর্মসূচি পালিত হয়েছিল। এরপর আন্দোলন থিতিয়ে পড়েছে। কিন্তু কেনো এমনটি হলো সেটা আমার বুঝে আসে না। সবচেয়ে কার্যকর হতো যদি বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংস্থার কাছে যাওয়া যেতো।প্রধানমন্ত্রীর ভারত সফরের সমালোচনা করে তিনি বলেন, তিস্তার পানি আনার ক্ষমতা এই সরকারের নেই। কারণ তাদের কোনো গণভিত্তি আর দর-কষাকষি করার ক্ষমতা নেই। নতজানু ও সেবাদাস দিয়ে তিস্তার ন্যায্য হিস্যা পাওয়া যাবে না।
Share this content: