জাতীয়বাংলাদেশলিড নিউজ

‘৭৫ পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিরোধীরা সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে’

এবিএনএ : টিআইবি’র চেয়ারপার্সন ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ৭২ থেকে ৭৫ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকলেও স্বাধীনতা বিরোধীরা গোপনে তাদের কর্মকাণ্ড চালিয়ে এসেছিল। আর ৭৫ পরবর্তী সময়ে স্বাধীনতা বিরোধীরা এদেশের সংবিধান পরিবর্তন করে দেশে সাম্প্রদায়িকতার উত্থান ঘটিয়েছে। সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিই এখন দেশে বিভিন্ন  অপকর্ম চালাচ্ছে। তিনি এসব অপকর্ম বন্ধে দেশের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আজ শুক্রবার দিনাজপুর শিল্পকলা একাডেমী চত্বরে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী দিনাজপুর জেলা সংসদের একাদশ জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মনুষ্যত্ব জাগ্রত করে দেশ ও জাতির শুভ কামনায় সব সময় সচেষ্ট হতে হবে। যে জাতির সাংস্কৃতিক ভাণ্ডার যত বেশি সমৃদ্ধ সে জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারে না। তিনি সকলের প্রতি মৌলবাদ, জঙ্গীবাদ ও সকল সহিংসতার বিরুদ্ধে মানবতার শক্তিকে আরো বেশি করে সঞ্চয় করার আহ্বান জানান।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুরের সভাপতি মির্জা আনোয়ারুল ইসলাম তানু, উদীচী কেন্দ্রীয় সংসদের উপদেষ্ঠা ও টেলিভিশন ব্যক্তিত্ব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক রানা এবং উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বিশিষ্ঠ আবৃত্তিকার বেলায়েত হোসেন।
উদীচী দিনাজপুর জেলা সংসদের সভাপতি আসাদুল্লাহ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহজাহান শাহ ও তারিকুজ্জামান তারিক, সাংবাদিক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা মহিলা পরিষদের সভাপতি কানিজ রহমান, রবিউল আউয়াল খোকা, জিনাত আরা মিলি প্রমুখ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হাবিবুল ইসলাম বাবুল।
এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয় এবং উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি শোভাযাত্রা দিনাজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this content:

Back to top button