এ বি এন এ : চারটি খাতে বিদেশি শ্রমিক নেয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মালয়েশিয়ার সরকার। বৃহস্পতিবার দেশটির পরিবহন মন্ত্রী দাতুক সেরি লিও টিয়ং লায়ের বরাত দিয়ে এ বি এন এ এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কর্মী সঙ্কটে ভুগতে থাকা ম্যানুফ্যাকচারিং, নির্মাণ, প্ল্যান্টেশন ও আসবাব শিল্পের উদ্যোক্তাদের আবেদনে মালয়েশিয়ার মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
মন্ত্রী লিও টিয়ংলায় বলেছেন, শ্রমিক সঙ্কটের কথা মাথায় রেখে এসব খাতে বিদেশি শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
তিনি বলেছেন, মালয়েশিয়ার মন্ত্রিসভা এরই মধ্যে বিদেশি শ্রমিক নিয়োগ ব্যবস্থার সংস্কারের জন্য কাজ করছে এবং তা শেষ হলে অন্যান্য খাতের ওপর থেকেও ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
এর আগে গত ২৯ এপ্রিল বিদেশি শ্রমিক নেওয়ার বিষয়ে ইতিবাচক ঘোষণার ইঙ্গিত দিয়েছিলেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদি।