খেলাধুলা
২৮৯ রানে থেমে গেল বাংলাদেশের প্রথম ইনিংস

এবিএনএ : নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ২৮৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে সফরকারী বাংলাদেশ। দলের পক্ষে সৌম্য সরকার ৮৬ ও সাকিব আল হাসান ৫৯ রান করেছেন। শেষবেলায় নুরুল হাসান প্রতিরোধ গড়ে তুললেও বেশিদূর এগোতে পারেননি।
ক্রাইস্টচার্চে টস জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান কেন উইলিয়ামসন। ব্যাটে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক তামিম ইকবাল। ব্যক্তিগত ৫ রানের মাথায় টিম সাউদির বলে ক্যাচ দেন তিনি। মাহমুদউল্লাহ রিয়াদও খুব একটা সুবিধা করতে পারেননি। দলীয় ৩৮ রানের মাথায় তিনিও ক্যাচ দেন ওয়াটলিংয়ের হাতেই।
এরপরের সময়টুকু ছিল বাংলাদেশের। সৌম্য সরকার ও সাকিব আল হাসান ১২৭ রানের জুটি গড়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখাচ্ছিলেন। দীর্ঘ সময় রান খরায় ভোগা সৌম্য সরকার বিদায় নেন ব্যক্তিগত ৮৬ রানে। এর পরপরই সাব্বির রহমান ও সাকিব আল হাসানকে হারিয়ে আবারো চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপেই শেষ। নুরুল হাসান ও নাজমুল হোসাইন শান্ত কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও বেশি পথ পাড়ি দিতে পারেননি এই দুই অভিষিক্ত ব্যাটসম্যান।
Share this content: