বিনোদনলিড নিউজ

গর্ভাবস্থায় কারিনার নাচ, ভাইরাল ভিডিও

এবিএনএ : আর কয়েকদিনের মধ্যই দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কাপুর খান। ফেব্রুয়ারি মাসেই করিনা, সইফের জীবনে আসতে চলেছে তাদের দ্বিতীয় সন্তান। এরই মধ্যে শেষ ফটোশ্যুট সেরে নিয়েছেন কারিনা। এরপর গর্ভাবস্থায় কারিনার নাচ ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

লাস্ট ট্রাইমেস্টারে করিনা যে ফটোশ্যুট করেছেন, তা অভিনেত্রী নিজের সোশ্যাল সাইটে শেয়ার করেননি। অন্য একটি ইনস্টাগ্রাম  থেকে শেয়ার করা হয়েছে করিনার নাচের একটি ভিডিও। যেখানে কমলা এবং সাদা রঙের স্কার্ট, টপ পরে নাচতে দেখা যায় করিনাকে। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরও করিনার কাজে যে কোন বাঁধা আসেনি তা স্পষ্ট। কারিনার ওই নতুন ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভালবাসা জানাতে শুরু করেন অনুরাগীরা।

এদিকে সাইফ কারিনা দ্বিতীয় সন্তান মার্চের প্রথমে আসার কথা থাকলেও তার আগেই ফেব্রুয়ারিতেই আসছে তাদের দ্বিতীয় সন্তান। পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে তবেই সাইফ কাজে ফিরবেন বলে জানা গেছে।

Share this content:

Back to top button