এ বি এন এ : ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা ও সুরমা নদ-নদীর পানি হ্রাস পেয়েছে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
দেশের নদ-নদীর ৪টি স্থানে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ১৮টি স্থানে পানি বৃদ্ধি ও ৬৯টি স্থানে পানি হ্রাস পেয়েছে। নদ-নদীর ১টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে এবং ২টি স্থানের তথ্য পাওয়া যায়নি। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার একথা বলা হয়।
বুধবার সকাল ৯টা থেকে আগামী ৪৮ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং পদ্মা এবং সুরমা নদ-নদীসমূহের পানি হ্রাস অব্যাহত থাকতে পারে। অপরদিকে কুশিয়ারা নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় হ্রাস পাওয়া শুরু হতে পারে।
আগামী ২৪ ঘণ্টায় গঙ্গা নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। রাজধানী ঢাকার আশপাশে বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা (নারায়ণগঞ্জ) নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি অব্যাহত থাকতে পারে।