
এবিএনএ : মেয়র হিসেবে দায়িত্ব পালন করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই আলোকে ঢাকাকে ‘পরিকল্পিত শহর’ হিসেবে গড়ে তোলার কথা জানিয়েছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে মাজার রোডের শাহ আলী মাজারের প্রশাসনিক ভবনের সামনে থেকে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। আতিকুল ইসলাম বলেন, ‘একটি আধুনিক, পরিকল্পিত, সুন্দর, সুস্থ, সচল এবং মানবিক ঢাকা গড়তে নৌকায় ভোট দিতে হবে। গত নয় মাসে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি আপনারা যদি আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র হিসবে নির্বাচিত করেন তাহলে ঢাকা শহরকে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তুলবো।’
যানজট ঢাকা শহরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘এই চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা আমার আছে। আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। নির্বাচিত হলে আশাকরি যানজট, জলজটমুক্ত সুন্দর ঢাকা উপহার দিতে পারব।’ ‘একই সঙ্গে নারীরা যেন অবাধে চলতে পারে, এজন্য পুরো শহরে আমরা প্রায় ৪৮ হাজার এলইডি লাইট লাগানোর পরিকল্পনা নিয়েছি। আমরা স্মার্ট সিটি করতে চাই। বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন সমস্যা আছে। আমরা ওয়ার্ডভিত্তিক সেসব সমস্যার সমাধান করব।’ এ সময় মেয়র থেকে কাউন্সিলর সবাইকে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও জানান আতিকুল ইসলাম।
Share this content: