আন্তর্জাতিকলিড নিউজ

সু চিকে এরদোয়ানের ফোন রোহিঙ্গা সংকট নিয়ে গোটা মুসলিম বিশ্ব উদ্বিগ্ন

এবিএনএ : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গতকাল মঙ্গলবার সরাসরি ফোনে কথা বলেছেন মিয়ানমারের সবচেয়ে ক্ষমতাবান রাজনৈতিক নেত্রী অং সান সূচিকে। ফোনালাপে এরদোয়ান সু চির কাছে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন। তিনি সুচিকে বলেন—রোহিঙ্গা সঙ্কট পুরো মুসলিম বিশ্বের জন্য গভীর উদ্বেগ তৈরি করেছে। নিরপরাধ মানুষের ওপর সন্ত্রাসীর তৎপরতার নিন্দা জানায় তুরস্ক। মিয়ানমারে যে মানবিক সঙ্কট তৈরি হয়েছে সেটি উদ্বেগ এবং ক্ষোভের বিষয়। তবে সূচির উত্তর বা প্রতিক্রিয়া সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।
তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং কথা বলতে এরদোয়ান তার পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুকে আজ বুধবার বাংলাদেশের পাঠাচ্ছেন। রোহিঙ্গা সঙ্কট নিয়ে গত কয়েকদিন ধরে তুরস্ক বিশেষ তৎপর হয়ে উঠেছে। এর আগে ঈদের ছুটির সময় প্রেসিডেন্ট এরদোয়ান এই সংকট নিয়ে বিভিন্ন মুসলিম দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের সাথেও কথা বলেন তিনি। তুর্কি নেতা বলেছেন এ মাসের শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় তিনি রোহিঙ্গা ইস্যুটি তুলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button