আন্তর্জাতিকলিড নিউজ

পার্লামেন্টে খোলামেলা বক্তব্য, রূপান্তরকামী নারীকে হত্যার হুমকি

এবিএনএ: লিলিট মার্টিরোসিয়ান, একজন রূপান্তরকামী নারী। সম্প্রতি তিনিই প্রথম রূপান্তরকামী নারী হিসেবে আর্মেনিয়ার জাতীয় পরিষদে বক্তব্য দেন। এ সময় তিনি তার সম্প্রদায়ের ওপর সংঘটিত লিঙ্গ বৈষম্য ও  সহিংসতার বিষয়ে খোলামেলা বক্তব্য রাখেন। পার্লামেন্টে নিজেদের সম্প্রদায়ের বিষয়ে তিন মিনিট কথা বলেন এই রূপান্তরকামী নারী। আর এরপর থেকেই লিলিট ও তার সংগঠনের অ্যাক্টিভিস্টদেরকে হত্যার হুমকি আসছে।

২৮ বছর বয়সী লিলিট জানান, তিনি তাদের সংগঠিত করেছেন যারা নির্যাতন, ধর্ষণ, অপহরণ, শারীরিক সহিংসতা, হত্যাচেষ্টা ইত্যাদির শিকার। মার্টিরোসিয়ান সেখানে রূপান্তরকামী মানুষের বিষয়ে কথা বলছিলেন। কিন্তু তার প্রতিক্রিয়া ছিল আকস্মিক এবং ভয়ঙ্কর। এ সময় আর্মেনিয়ার জাতীয় পরিষদের মানবাধিকার বিষয়ক প্রধান নাইরা জোহরাবানের চিৎকার করে বলেন, আমাদের এজেন্ডা লঙ্ঘন করেছেন আপনি। কিন্তু সে সময় মনে হচ্ছিল জোহরাবান জানতেন না যে, মার্টিরোসিয়ান একজন ট্রান্সজেন্ডার এবং তিনি লিঙ্গ বৈষম্য ও  সহিংসতার বিষয়ে কথা বলছেন।

পার্লামেন্টে ওই কথা বলার পর থেকে মার্টিরোসিয়ান এবং তার সংগঠন রাইট সাইড অনেকবার হত্যার হুমকি পেয়েছে। তাদের টেলিফোনে এবং সরাসরি এই হুমকি দেওয়া হয়েছে। রাইট সাইড-এর অ্যাক্টিভিস্ট ম্যাক্স ওয়ার্জ্যাপিটান এ কথা জানান। তিনি বলেন, আমাদের সম্প্রদায় আতঙ্কের মধ্যে বসবাস করছে। তারা বাইরে বেরোতে পারে না, কেনাকাটা করতে যেতে পারে না।

ভার্জাপ্যাটিয়ান বলেন, অনলাইনে কয়েকটি ভিডিও পোস্টে সামরিক পোশাক পরা লোকেরা ঘোষণা দিয়েছে, তারা ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্টদের খুঁজে বের করে তাদের হত্যা করবে। হুমকির বিষয়ে পুলিশকে অবহিত করেছেন বলে জানান তিনি। তিনি জানান, সংগঠনটি তাদের সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি থেকে সরে গেছে।

Share this content:

Related Articles

Back to top button