বাংলাদেশরাজনীতিলিড নিউজ

খালেদার মুক্তি চেয়ে বিএনপির মানববন্ধন

এবিএনএ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্যরা।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, আবদুস সালাম, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মফিকুল হাসান তৃপ্তি, মোস্তাফিজুর রহমান বাবুল ও কাজী আবুল বাশার।এর আগে, বেলা ১১টা থেকেই নেতা-কর্মীরা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের দণ্ড নিয়ে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দী খালেদা জিয়া।

Share this content:

Related Articles

Back to top button