আমেরিকালিড নিউজ

উত্তর কোরিয়া শান্তি চায় : ট্রাম্প

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বলেছেন, উত্তর কোরিয়া শান্তি চায় বলেই তার ধারণা। ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে সম্ভাব্য একটি বৈঠকের ঘোষণা দেয়ার পর তিনি দেশটির প্রশংসা করেন।ট্রাম্প পেনসিলভানিয়ায় তার সমর্থকদের একটি সমাবেশে বলেন, আমি মনে করি তারা শান্তি চায়। এটিই শান্তি প্রতিষ্ঠার উপযুক্ত সময়। ট্রাম্প আরও বলেন, তারা আর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে না। আমি মনে করি, আমরা আমাদের শক্তি প্রদর্শন করেছি, যা খুবই গুরুত্বপূর্ণ।

Share this content:

Back to top button