এবিএনএ : মার্কিন নির্বাচনকে ঘিরে উষ্ণতার ছোঁড়া সেই দেশ ছাড়িয়ে বহু আগেই ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে। বিভিন্ন দেশ বৈদেশিক নীতির বিবেচনায় যার যার পছন্দের প্রার্থীকে সমর্থন দিচ্ছে। এরই ধারাবাহিকতায় শ্রীলঙ্কার তামিল গোষ্ঠীর পছন্দ ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। কারণ তারা মনে করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য হিলারির জয় প্রয়োজন। তামিল ন্যাশনাল অ্যালায়েন্সের (টিএনএ) পক্ষে এম কে সিভাজিলিনগাম বলেন, ৮ নভেম্বর হিলারির মঙ্গল কামনায় ফাটানো হবে এক হাজার আটটি নারকেল এবং তার সাফল্য কামনায় জ্বালানো হবে হাজার বাতি। তামিলরা মনে করছেন, হিলারির জয়ে লাভবান হবে সংখ্যালঘু সম্প্রদায়। নারকেল ফাটানোর এই অনুষ্ঠানটি হবে ঐতিহাসিক কান্দসামি কোভিল জাফনার নাল্লুরে । অন্যদিকে হাজার মোমবাতি জ্বালানো হবে জাফনা ক্যাথিড্রালে। উল্লেখ্য, শ্রীলঙ্কায় তামিল সম্প্রদায়ের ভবিষ্যত সুরক্ষিত করতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল ওবামা প্রশাসন। তাই তাদের আশা হিলারি জিতে মসনদে বসলে আদতে তাদের লাভের পাল্লাই ভারি হবে।