জাতীয়বাংলাদেশলিড নিউজ

জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহীতে অভিযান চলছে

এবিএনএ : জঙ্গি আস্তানা সন্দেহে রাজশাহী মহানগরীর হরগ্রাম পূর্বপাড়া থেকে আলিমগঞ্জ পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে  অভিযান চলছে।

বিভিন্ন সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এলাকাটি ঘিরে রাখা হয়। এরপর পর্যায়েক্রমে অভিযান শুরু করা হয় সেখানে। অভিযানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ যৌথভাবে অংশ নিচ্ছে। তবে এতে সোয়াত ও কাউন্টার টেররিজম ইউনিটের  সদস্যরাও অংশ নিচ্ছেন পৃথকভাবে।

পিবিআই’র অতিরিক্ত পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম তৌহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহানগরীর হরগ্রাম, টুলটুলিপাড়া, হরগ্রাম পূর্বপাড়া, কোর্ট এলাকা, আলিগঞ্জ এলাকার প্রায় দুই কিলোমিটার স্থানজুড়ে অভিযান চালানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের কোর্ট কলেজের পাশে অবস্থিত একটি তিনতলা ভবনের মেসকে জঙ্গি আস্তানা বলে সন্দেহ করা হচ্ছে। পুরো এলাকায় অন্তত পাঁচটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। ওই এলাকার মূল সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে সোয়াত, কাউন্টার টেররিজম সদস্য, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি, মহানগর গোয়েন্দা পুলিশ সদস্যরা ওই এলাকার বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে বলে জানায় তারা।

এর আগে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে সকাল ১০টায় অভিযান শুরু হয়। তবে অভিযান এখন চলমান বিধায় এ বিষয়ে এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। ”  জঙ্গি আস্তানা প্রসঙ্গে তিনি বলেন, “কোনো জঙ্গি আস্তানার সন্ধান নয়, কোর্ট কলেজ এলাকায় ব্লক রেইড দেওয়া হচ্ছে যা আগে রাতে পরিচালনা করা হতো। “

Share this content:

Back to top button