জাতীয়বাংলাদেশলিড নিউজ

পরিবর্তন হবে জিয়া শিশু পার্কের নাম

এবিএনএ : ‘কাগজে কলমে বেশ কিছু দিন আগেই পরিবর্তন করা হয়েছে শাহাবাগে অবস্থিত জিয়া শিশু পার্কের নাম। তবে এখনো নামফলক পরিবর্তন করা হয়নি। চলতি সপ্তাহেই পরিবর্তন হবে জিয়া শিশু পার্কের নাম। নতুন নাম হবে শুধু শিশু পার্ক।’
বুধবার দুপুরে সচিবালয়ে পিআইডি সভাকক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মন্ত্রী বলেন, বেশ কিছু দিন আগেই কাগজে কলমে নাম পরিবর্তন করা হয়েছে। আর ঠিক যে স্থানে পার্কটি রয়েছে সেটার স্থানও পরিবর্তন করা হবে। পরিবর্তন করে সামান্য পূর্ব দিকে সরানো হবে।
তিনি বলেন, যেহেতু এই স্থানটিতে পাকিস্তানি হানাদার বাহিনীরা আত্মসমর্পণ করছিল। তাই এখানে একটি স্মৃতিস্তম্ভ করা হবে। সেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ করা হবে।
তিনি আরো বলেন, পার্কটি ভেঙে নতুন আদলে তৈরি করা হবে। যাতে করে শিশুরা পার্কে ঢুকে একবার স্মৃতিস্তম্ভ দেখে বের হতে পারে। পার্কে ঢুকে স্মৃতিস্তম্ভ না দেখে বের হওয়ার সুযোগ থাকবে না।

Share this content:

Related Articles

Back to top button