আন্তর্জাতিকলিড নিউজ
পাকিস্তানে গির্জায় আত্মঘাতী হামলায় নিহত ৭

এবিএনএ : পাকিস্তানের কোয়েটায় একটি গির্জায় আত্মঘাতী হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও আরো ১৬ জন আহত হয়েছেন। রোববার দুপুরের দিকে কোয়েটার জার্গুন সড়কের বেথেল মেমোরিয়াল মেথডিস গির্জায় ওই হামলা হয়েছে।
বেলুচিস্তান পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোয়াজ্জেম আনসারি ও স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি ডননিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। হতাহতদের সবাইকে কোয়েটার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল সূত্রগুলো বলছে, তারা প্রাথমিকভাবে চারজনের মরদেহ ও ২০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পেয়েছেন। হতাহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন। আহতদের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মহাপরিদর্শক আনসারি বলেছেন, বেথেল মেমোরিয়াল গির্জায় দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। হামলার সময় গির্জায় অন্তত ৪০০ ভক্ত উপস্থিত ছিলেন।
মহাপরিদর্শক আনসারি বলেছেন, বেথেল মেমোরিয়াল গির্জায় দুই আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। হামলার সময় গির্জায় অন্তত ৪০০ ভক্ত উপস্থিত ছিলেন।
Share this content: