জাতীয়বাংলাদেশলিড নিউজ

সোনাতলা পৌরসভার রাস্তা নির্মানের কাজে বারবার অনিয়ম; এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ

এবিএনএঃ বগুড়ার সোনাতলা পৌরসভার ৫ নং ওয়ার্ড এর চমরগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হতে ব্যাঙ্গের ঘাট পর্যন্ত পাকা রাস্তা নির্মানের কাজে বারবার অনিয়ম করে পাকা রাস্তা নির্মান করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শিল্পী এন্টারপ্রাইজ। ইতিপূর্বে গত ১৪ মার্চ ১৯ইং তারিখে ড্রেন নির্মানের গাথুনিতে নাম মাত্র সিমেন্ট ব্যবহার করে গাথুনি নির্মান করলে একদিন পরেই পায়ের সামান্যতম চাপে গাথুনি থেকে ইট খুলে পরতে শুরু করে।

এলাকাবাসী ও পৌর কর্তৃপক্ষের চাপের মুখে উক্ত ড্রেণটি ভেঙ্গে পূণ;নির্মান করার প্রতিশ্রুতি দিলেও ঘটনার পরের দিন ইট চুরির ঘটনা কেন্দ করে উক্ত বিষয়টি ধামাচাপা দিয়ে যত্রতত্রভাবে ড্রেন নির্মান কাজ শেষ করে। কিন্তু উক্ত রাস্তা নির্মানে অব্যহত আছে অনিয়মের ধারা। রাস্তায় ভালোমানের ইটের খোয়া দিলেও সামান্যতম পানি দিয়ে ভাইব্রেটর বিহীন ০৯ টন ওজনের রোলার মেশিন দিয়ে নাম মাত্র রোলিংয়ের কাজ সম্পন্ন করে ঠিকাদারী প্রতিষ্ঠানটি। রোস্তা রোলিং করার তিন চারদিন পরই হাটাচলার সামান্য আঘাতেই ইটের খোয়া উঠে যাওয়ার দৃশ্য দেখে মনে হয়না এই রাস্তা রোলিং করা হয়েছে এমনটাই ব্যক্ত করছেন এলাকাবাসী। সরেজমিনে দেখা যায় আলগা ইটের খোয়াগুলো বালু দিয়ে ঢাকার চেষ্টা করছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীরা। তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা বলেন, ভালো ইটের খোয়া দেওয়া হয়েছে এবং ভাইব্রেটর বিহীন কম ওজনের রোলার মেশিন ব্যবহার করার কারনে ইটের খোয়া আলগা হয়ে উঠে যাচ্ছে।

এলাকাবাসী জানান, প্রায় দীর্ঘ ১৫ বছর বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ-কালভার্ট ও পৌরসভার যাবতীয় সুযোগ সুবিধা সেবা থেকে বঞ্চিত থেকেও পৌরসভা কর্তৃক নির্ধারিত সকল ট্যাক্স/ভ্যাট ইত্যাদি প্রদান করছি তাই পৌর কর্তৃপক্ষ রাস্তা নির্মানের কাজ নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে সুসম্পন্ন করার জোর দাবি করছি।

Share this content:

Back to top button