আমেরিকালিড নিউজ

সৌদিতে পারফর্ম করবেন মার্কিন র‍্যাপার মিনাজ

এবিএনএ : সৌদি আরবে পারফর্ম করবেন মার্কিন র‍্যাপার নিকি মিনাজ। চলতি মাসে ইসলাম ধর্মের বিধিবিধান নিয়ে রক্ষণশীল এই দেশটিতে তার পারফর্মের খবর নিশ্চিত করেছে আয়োজক সংস্থা। জেদ্দা সিজন সাংস্কৃতিক উৎসবের আয়োজকদের সংগঠন এক টুইট বার্তায় জানিয়েছে, ১৮ জুলাই সৌদির পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দায় পারফর্ম করবেন মিনাজ। খোলামেলা পোশাক এবং গানের বিতর্কিত কথার জন্য পরিচিত মিনাজ।

মিনাজের পাশাপাশি ব্রিটিশ সঙ্গীতজ্ঞ লিয়াম পেইন এবং আমেরিকান ডিজে স্টিভ অকিও সেখানে পারফর্ম করবেন। মিনাজ জেদ্দায় তার পারফর্মের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত প্রচার করছেন।

বরাবরই সৌদি ধর্মীয় রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত পেয়ে এসেছে। কিন্তু বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতা পাওয়ার পর দেশটির বিভিন্ন রক্ষণশীল নীতির সংস্কারের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় দেশটিতে সিনেমা নির্মাণ ও সিনেমা হল নির্মাণ করা হয়েছে। এছাড়া পশ্চিমাদের আদলে বিভিন্ন বিনোদনের ব্যবস্থা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button